অনলাইন ডেস্ক::সুনামগঞ্জের ছাতকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লকন্দর আলী (৩৪) নামে যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাওঁ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে- নিহত লকন্দর আলী কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে থানায় ১২টি ডাকাতি মামলা রয়েছে। লকন্দর সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর-হবিপুর গ্রামের কলমদর আলীর ছেলে।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে ভূইগাও এলাকায় অভিযানে গেলে ডাকাত দল পুলিশের অবস্থান বুঝতে পেরে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার লকন্দর আলী নিহত হন। তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.