অনলাইন ডেস্ক::কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মামুন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৮ সালের ২২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলী গ্রামের নিজ বাড়িতে ইসরাঈলকে তার ছেলে মামুন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় ইসরাঈলকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ২০০৮ সালের ২৩ জুলাই নিহতের স্ত্রী রেখা আক্তার ওরফে সুফিয়া বাদী হয়ে ছেলে মামুনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বর্তমানে মামুন পলাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.