অনলাইন ডেস্ক::চট্টগ্রাম, ভোলা ও কুমিল্লার ৬ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ ডিসেম্বর এই ৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হবে।
ভোট হতে যাওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো- চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর ও স্বনির্ভর রাংগুনিয়া, ভোলা চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ও গলিয়ারা (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ ডিসেম্বর এবং ভোট গ্রহণের দিন ৩০ ডিসেম্বর।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.