অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরের একটি আবাসিক হোটেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ডে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) রাতে ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়। এর আগে ওই দিন সন্ধ্যায় ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করে।
গ্রেফতার শিক্ষকের নাম মো. তারেক হোসেন। তিনি সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক ও উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জহির আহমেদের ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক তারেক হোসেন দীর্ঘদিন ধরে একই স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে (১৬) সম্পর্ক তৈরির চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে ওই ছাত্রীকে ফুসলিয়ে বিয়ের কথা বলে নগরের ফয়স লেক এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন তারেক। এরপর থেকে ছাত্রী বিয়ের কথা বললে তিনি নানাভাবে টালবাহানা শুরু করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ধর্ষিতা ছাত্রী তার পরিবারের লোকজন নিয়ে থানায় এসে তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতে উপজেলার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি তারেক হোসেনকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.