অনলাইন ডেস্ক::পটুয়াখালীতে চার বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত মো. কাইয়ুম গাজী (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৩ নভেম্বর) /্ উপজেলার লাউকাঠি এলাকা থেকে তাকে র্যাব-৮ এর সদস্যরা গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গত ৮ আগস্ট দুপুরে ঠোটার বাজারের পার্শ্ববর্তী বিদ্যালয়ের মাঠে টাকটাক খেলা দেখার সময় মো. কাইয়ুম গাজী শিশুটিকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী মসজিদের পেছনে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কাইয়ুম পালিয়ে যায়। এ ঘটনায় ১১ আগস্ট শিশুটির মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন (মামলা নং ২৭) এবং ধর্ষককে গ্রেফতারে র্যাবের সহায়তা চান।
রোববার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীতে র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লাউকাঠি এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মো. কাইয়ুম গাজীকে গ্রেফতার করা হয়। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.