ক্রাইম ডেস্ক::রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রেহানা (৪০)।
এ ঘটনায় তার স্বামী ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেহানা তার স্বামী সন্তানদের নিয়ে আমলিরটেক এলাকার একটি বস্তিতে বসবাস করতেন। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্বামী তার স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে রাতে তারা ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে রেহানার মৃত্যুর খবর পেয়ে ওই বস্তিতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার গলায় দাগ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মারধরের পর তিনি কি আত্মহত্যা করেছেন, না-কি স্বামীর মারধরে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.