অনলাইন ডেক্স::ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ভেতর একটি সিটের পেছনের স্ক্রু খুলে ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার ভোরে ড্রিমলাইনার ‘গাঙচিল’-এর একটি সিটের পেছনের স্ক্রু খুলে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাজ্জাদ হোসেন জানান, ড্রিমলাইনার গাঙচিলের ফ্লাইটে স্বর্ণ পাচার হচ্ছে বলে কাস্টমসের কাছে তথ্য ছিল। বিমানটি শনিবার ভোরে বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তাতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে একটি সিটের পেছন দিকে স্ক্রু খুলে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিমানের সিটের পেছনে স্ক্রু খুলে সেখানে স্বর্ণের বার রেখে পাচারের ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগের কর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.