ক্রাইম ডেস্ক::বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে জাটকা ইলিশ বিরোধী অভিযান পরিচালনা হয়।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টা হতে কীর্তনখোলা নদীতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সূত্র মতে, অভিযান চালিয়ে প্রায় ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে জাটকা ইলিশ পরিবহনের সাথে জড়িত ৬ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পরিবহন কার্যে ব্যবহৃত ট্রলারটি নৌ পুলিশ, সদর থানার জিম্মায় রাখা হয়।
এ অভিযানে নৌ পুলিশের একটি টিম এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সহায়তা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.