ক্রাইম ডেস্ক::বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বলেছেন, আমরা একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের গর্বিত সদস্য। যে পেশায় দেশের মানুষকে সেবা দেয়ার যে সর্বাধিক সুযোগ রয়েছে। অন্য কোন সংস্থায় তা নেই। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনগণের সেবা দিতে হবে।
সোমবার (১৮ নভেম্বর) পুলিশ লাইন্স বরিশালে মাস্টার প্যারেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
নগর বিশেষ শাখার প্যারেড অধিনায়ক উপ-পুলিশ কমিশনার সালেহ্ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডে বিএমপি পুলিশ কমিশনার নিরাপত্তার চ্যালেঞ্জগুলো আন্তরিকতার সাথে সম্পন্ন করার জন্য সবাইকে অভিনন্দন ও শভেচ্ছা জানিয়ে আরও বলেন, সেবার মান উন্নত করতে আমরা দক্ষতার সাথে যে জনমুখি-গণমুখি কর্মসূচি হাতে নিয়েছি তা বাস্তবায়নের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে একত্রিত হয়ে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারি তথা সমাজে যাতে অপরাধ দানা বাঁধতে না পারে সেই মর্মে একটা রক্ষা কবচ তৈরি করতে পারি। মাসব্যাপি সচেতনতামূলক নানান কর্মসূচির পাশাপাশি ভুক্তভোগীদের কথা শুনে সেবা পৌঁছে দেয়ার সফলতা নিয়ে সকল থানায় প্রতিমাসের একই দিনে নেয়া জবাবদিহিতামূলক “ওপেন হাউজ ডে” কার্যক্রম জনগণ কর্তৃৃৃক প্রশংশিত হয়েছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থতি মোকাবিলায় যে উন্নয়নের মহা সড়কে অবস্থান নিয়েছি, সেখান থেকে আর পিছনে তাকানোর সময় নেই। বঙ্গবন্ধুর ডাকে যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই দেশ স্বাধীন হয়েছিলো। সত্যি স্বাধীন সেই দেশ আমরা উপহার দিতে চাই।
এসময়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.