বরিশাল অফিস। বরিশালে মিয়ানমার ও চায়না পেঁয়াজ আসার ফলে পাইকারী বাজারে পেঁয়াজের দাম গড়ে ২৫/ ৩০ টাকা হারে কমতে শুরু করেছে ।
সোমবার ( ১৮ নভেম্বব ) সকালে নগরীর পোর্ট রোর্ড এলাকার পেঁয়াজের পাইকারী বাজার সরেজমিনে দেখা গেছে,মিয়ানমার ও চায়না পেঁয়াজ ১৬৫ টাকা থেকে শুরু করে ১৮০ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করছে আড়ৎদাররা। দেশী পেঁয়াজ বিক্রি করছে ১২০ টাকায়। তবে দেশী পেঁয়াজের সরবরাহ যথেষ্ট কম।
মেমার্স কৃষি বাণিজ্যালয়ের পরিচালক সজল দত্ত বিডি বুলেটিন.কম কে বলেন, পেঁয়াজ একটি পচঁনশীল দ্রব্য। যা সহজেই মজুদ করা যায়না। যার ফলে যেভাবে চট্রগ্রামের খাতুনগঞ্জ থেকে কিনে আনি সেভাবেই বিক্রি করছি। তবে কয়েকদিনের তুলনায় বরিশালে পেঁয়াজের পাইকারী বাজারে পেঁয়াজের মান বুঝে গড়ে ৩০ টাকা হারে দাম কমতে শুরু করেছে। তিনি আরো বলেন,পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে তাদের বেচাকেনা আগের তুলনায় অনেক কমেছে গেছে। দাম বাড়ার আগে গড়ে প্রতিদিন ২৫০/৩০০ বস্তা পেঁয়াজ বিক্রি হত কিন্তু এখন ১২/১৩ বস্তা পেঁয়াজ বিক্রি করতে হিমশিম খেতে হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.