ক্রাইম ডেস্ক::পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খালে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার উপজেলার চরবলেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার সন্ন্যাসী বাসস্ট্যান্ড থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মির্জাগঞ্জ ট্রাভেলস্ (যশোরÑব-১০৬৫) নামে একটি যাত্রীবাহী বাস কলারণ চন্ডিপুর চরবলেশ্বর পৌছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯) ট্রাকটি ধাক্কা দিলে বাসটি ছিটকে গিয়ে খালে পড়ে যায়। বাসটিতে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রীর মধ্যে ৩০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে আসা ট্রাকটি যাত্রীবাহী বাসটি অতিক্রম করার সময় পাশে ধাক্কা লাগে। এসময় যাত্রীবাহি বাসটির একপাশের চাকা কাচা মাটি চলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পাশে খালে পড়ে যায়।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, হেলপার বাস চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ট্রাকটি আকট করা হয়েছে এবং বাসটিও উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.