১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এবিএম মনির হোসেন আগৈলঝাড়া প্রতিনিধি::
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের (নুর-এ-মদিনা) সংলগ্ন এলাকা থেকে রোববার সকালে আঃ রব সরদারের ছেলে মনির সরদারকে ১২পিস ইয়াবাসহ এসআই জামাল হোসেন গ্রেফতার করে। এঘটনায় রোববার সকালে এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। অন্যদিকে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের আঃ রহিম মোল্লার স্ত্রী মাকসুদা বেগম ও মেয়ে লিমাকে শনিবার সন্ধ্যায় মারধর করে প্রতিপক্ষ বারেক তালুকদারসহ তার লোকজন। এ ঘটনায় রহিম মোল্লার ছেলে রবিউল মোল্লা বাদী হয়ে থানায় মারামারির মামলা দায়ের করেন। ওই মামলার পরে বারেক তালুকদারকে রোববার সকালে পুলিশ গ্রেফতার করে। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।