১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এবিএম মনির হোসেন আগৈলঝাড়া প্রতিনিধি::
বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপিয়ে ও তার কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের আঃ রহিম মোল্লার সাথে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে একই এলাকার বারেক তালুকদারের। ওই বিরোধীয় জায়গার পুকুরে শনিবার সন্ধ্যায় বারেক তালুকদারের নেতৃত্বে ৪-৫জনের একটি দল জোর পূর্বক মাছ ধরতে যায়। এ সময় রহিম মোল্লার স্ত্রী মাকসুদা বেগম ও তার কলেজ পড়ুয়া মেয়ে লিমা আক্তার বাঁধা দিলে মাকসুদাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও কলেজ পড়ুয়া মেয়ে লিমাকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রহিম মোল্লার ছেলে রবিউল মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বারেক তালুকদারকে পুলিশ গ্রেফতার করে। রোববার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।