০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ তেঁতুলিয়ায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত মধ্য রাতে উপজেলার ভজনপুর মুক্তিযোদ্ধা হোটেলে সংলগ্ন থেকে আইসার আলী (৩৬) নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করে পুলিশ। সে ঐ এলাকার তমিজ উদ্দীনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ভজনপুর বাজারে আইসার আলীর চায়ের দোকানে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে ২০১৮ সালের ১০ (ক) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আইসার আলী তার চায়ের দোকানের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য সহ ইয়াবা বিক্রি করে আসছিল। আমরা গোপন সংবাদের সংবাদেও ভিত্তিতে সেখানে অভিাযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।