অনলাইন ডেস্ক::
রাজবাড়ী জেলা সদরের বাগমারা এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কে অভিযান চালিয়ে ৯০০ (নয়শত) বোতল ফেনসিডিলসহ মোঃ ইয়াছিন আলী রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদরের বাগমারা সাগর এগ্রো ফুড লিঃ এর গেইটের সামনে থেকে তাকে আটক করে ডিবি। আটককৃত ইয়াছিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গোকুলখালী ভালাইপুর গ্রামের আঃ রশিদ মোল্লার ছেলে।
শুক্রবার বেলা ১১টায় জেলা ডিবি পুলিশের কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর শরীফ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিঃ এর গেইটের সামনে একটি যানবাহনে অভিযান চালিয়ে বস্তার মধ্যে লুকিয়ে রাখা ৯শত বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.