১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
১৬ নভেম্বর শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অশোক মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সি:সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম.এন আবছার, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ প্রমূখ। পরে কমিটি ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন। এতে খাগড়াছড়ি জেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠেিনর নেতাকর্মীরা অংশ নেয়। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির ঘোষিত কমিটিতে অশোক মজুমদারকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।