আন্তর্জাতিক/ স্বামীর সঙ্গে গাড়িতে করে যাচ্ছেন এক নারী। গাড়িটি তল্লাশি করছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশিতে বেরিয়ে এলো, নারীর গর্ভে সন্তান নেই। আসলে ওই নারী গর্ভবতীই নয়। কৃত্রিমভাবে বানানো হয়েছে তার গর্ভ। গর্ভের ভেতরটা ভরে আছে গাঁজা।
গত বুধবার আর্জেন্টিনা ও চিলি বর্ডারের কাছে ভ্যালে দে উকো মেন্ডোজা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়, কারণ ওই নারীর বেবি বাম্প ছিল বিশাল। বাসের আসনে বসেছিলেন ওই নারী। গর্ভবতী বলে চেকিংয়ের হাত থেকে মুক্তি পেতে চাইছিলেন তিনি।
নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় তার বেবি বাম্পের দিকে খেয়াল করা হয়। পরীক্ষা করতেই দেখা গেল, ওই নারী আদৌ গর্ভবতী নন। ‘বেবি বাম্প’-এর নিচে তিনি নিয়ে যাচ্ছিলেন গাঁজা। প্রায় পাঁচ কেজি গাঁজা ভরা ছিল তার নকল বেবি বাম্পে। গাঁজা পাচারের অভিযোগে স্বামী-স্ত্রী দু’জনকেই গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.