পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর বাউফলে জুয়া খেলার সময় হাতে- নাতে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। তারা হলেন আলাউদ্দিন ব্যাপারী (৫৫), বাবুল হাওলাদার (৩৮), মন্টু সিকদার (৬২), কবির ব্যাপারী (৩৮), মজিবর মৃধা (৪৫), মোঃ নিজাম হাওলাদার (৩৫), কালাম সরদার (৩৫)। তাঁরা সবাই কালাইয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কালাইয়া গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃতদের শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এস আই মৃনাল চন্দ্র সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের টেম্পু ষ্ট্যান্ড এলাকায় শহিদুল ব্যাপারীর বাড়ির সামনে থেকে ওই সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয় এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ওই রাতেই জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন বাউফলকে জুয়া মুক্ত করা লক্ষে এ অভিযান চলবে
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.