১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী ফরাজীকান্দা গ্রামের ৭ বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ছিদ্দিক চৌকিদার (৫৫) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। শিশু শিক্ষার্থীর পিতা বুধবার বিকালে কলাপাড়া থানায়
অভিযোগ দিলে নিজ বাড়ি থেকে রাত নয়টার সময় ছিদ্দিক চৌকিদাকে গ্রেফতার করেন।নির্যাতনের শিকার শিশুটি টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাধঘাট নুরানি মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী।
কলাপাড়া থানা পুলিশ জানায়, বুধবার বিকালে শিশুটি স্থানীয় শিশুদের সাথে খেলা করছিল। প্রতিবেশি লম্পট ছিদ্দিক চৌকিদার তাকে ডেকে বাড়ির পিছনের খালপাড়ে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। বৃহস্পতিবার সকালে ছিদ্দিক চৌকিদারকে আদালতে পাঠানো হয়।