০৬ অক্টোবর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ক্রাইম ডেস্ক::বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ।
আটক রাসেল বেপারী (২২) উপজেলার চর এককরিয়া ইউনিয়নের শান্তিরহাট গ্রামের আনোয়ার বেপারীর ছেলো।
জানাগেছে, বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ওই ছাত্রী চাপকল থেকে পানি আনতে যায়। ওইসময় বখাটে রাসেল বেপারী তার মুখ চেপে ধরে পাশে থাকা দরবেশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুমের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
সে সময় ওই ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশী এক নারী ঘটনাস্থলে যায়। এসময় বখাটে রাসেল টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম লালখাড়াবাদ লঞ্চঘাটে অভিযান চালিয়ে বখাটে রাসেলকে আটক করে।
পুলিশ জানায়, রাসেল ঘটনার পর লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলো।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আবিদুর রহমান সাংবাদিকদের জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রাসেল বেপারী নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।