১৬ জানুয়ারী ২০২৫, ০২:২০ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রী অপহনের ঘটনায় থানায় মামলা দায়ের। পরে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের দরিদ্র পিতার মেয়ে ও বাহাদুরপুর নিশিকান্ত গাইন স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রীকে বাহাদুরপুর গ্রামের নির্মল মধুর বখাটে ছেলে নিহার মধু (২৫) মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে অপহরণ করে। অপহরণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ওই দিনই থানায় মামলা দায়ের করেন, নং-৬ (১২.১১.১৯)। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে বাহাদুরপুর এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করলেও অপহরনকারি পালিয়ে যায়। অপহৃতাকে উদ্ধারের পর তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামী গ্রেফতারে জোর প্রচেস্টা চলছে বলেও জানান ওসি নকিব আকরাম