১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- তেতুলিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পড়ে সানিউল নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাকিমপুকুর গ্রামে নানার বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত সানিউল সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে খেলা করছিলো সানিউল। বাড়িতে খেলার সময় পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
অনেক খোজাখুজির একপর্যায়ে নানার বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তাৎক্ষনিক শিশুটিকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিক্যাল অফিসার কাজী আব্দুল্লাহ আল মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।