নিউজ ডেস্ক::পটুয়াখালীতে বুধবার (১৩ নভেম্বর) লঞ্চঘাট এলাকা থেকে৭ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হলো, সোহাগ তালুকদার (৩৫) ও শাহিন গাজী (২৮)। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দর্শনার ইমপেরিয়াল হুসকি, ভটকা আর ফাইন কেরু ব্রান্ডের ৭৫০ মিলিলিটারের ৭ বোতল মদসহ সোহাগ তালুকদার (৩৫) ও শাহিন গাজী (২৮) আটক করা হয়। শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা মহিউদ্দিন তালুকদারের ছেলে সোহাগ ও একই এলাকা বাসিন্দা হানুফ গাজীর ছেলে শাহিন। সোহাগ একাধিক মাদক মামলার মামলার আাসামি বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরও জানান, এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.