মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সদরে অবস্থিত কিন্টার গার্টেন(কেজি) স্কুলের ২০২০সালে অনুষ্ঠিতব্য ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৩ নভেম্বর বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম,পিএসসি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিদ্যালয় পরিচালান কমিরি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন, থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর, লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর মেডিকেল অফিসার(আরএমও) ক্যাপ্টেন হিমেল ও কমিটির সদস্য মো: মকবুল আহমেদ। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো: গোলাম মোস্তফা। পরে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে বিদ্যালয়ের জন্য মিষ্টি এবং বিদায়ী ছাত্রী-ছাত্রীরে বিশেষ পুরস্কার প্রদান করেন জোন কমান্ডার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.