১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
র্যাব-৮ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গ্রেফতার।
১২ নভেম্বর ২০১৯ তারিখে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর আভিযানিক দল জানতে পারে যে, উগ্রপন্থীর একজন সক্রিয় সদস্য বিএমপি বিমানবন্দর থানাধীন গড়িয়ারপাড় টু বানারীপাড়া রোডের গজালিয়া নামক স্থানে অবস্থান করতেছে । এর প্রেক্ষিতে র্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল বরিশালের বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২.৫০ ঘটিকায় ০১(এক) জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুুখে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী পূর্বক বিভিন্ন প্রকার উগ্রপন্থী লিফলেট এবং বই উদ্ধার করা হয়।
ক। আলি আকবর (৩৭), পিতা- মোঃ ফয়জল হক শনি, সাং-জয়নুদ্দিন মাদবর কান্দি, ইউনিয়ন- নাওডোবা, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর।
গ্রেফতারকৃত আলি আকবর’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জেএমবি’র শরিয়াতপুর জেলার আঞ্চলিক কমান্ডার। সে ২০১৩ সালে ঢাকায় বেসরকারী কোম্পানীতে চাকুরীর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করে এবং ২০১৪ সালে নারায়নগঞ্জে বেসরকারি ফার্মে চাকুরী করে। ২০১৫ সালের শুরুতে সে শীর্ষ জেএমবি নেতা তরিকুল ইসলাম@সাকিব এর সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং উগ্রপন্থী কাজ পরিচালনার জন্য ঢাকা, নারায়গঞ্জ, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে তার নিজের এলাকায় জেএমবির আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সে বিভিন্ন জেলা শহরে গোপনে সভা ও উগ্রপন্থি পরিকল্পনায় সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে এবং এরই অংশ হিসাবে সে বরিশালে আগমন করে।
গ্রেফতারকৃত আলি আকবর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।