১১ অক্টোবর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন, ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক::চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় ৫১ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ওই স্কুলের তিন শিক্ষকও অসুস্থ হয়েছেন।
সোমবার বিকালে ইউনান প্রদেশের কাইইউয়ান শহরে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম কং।
স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে সে সোডিয়াম হাইড্রোঅক্সাইড স্প্রে করে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পুলিশ হামলাকারীকে আটক করে।
হামলাকারী সম্পর্কে কর্তৃপক্ষ বলেছে, ‘ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের কারণে পারিবারিক উষ্ণতার অভাবে তার মানসিক সমস্যা দেখা দেয়।’ এএফপি