১১ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন, ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::বরিশালের আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে ২৫০ কেজি জাটকাসহ আট জেলেকে আটক করেছে নৌ পুলিশের একটি টিম। মঙ্গলবার সকালে ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল নৌ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ওসির নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার তালতলী লাগোয়া আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে ২৫০ কেজি জাটকাসহ ৮ জেলেকে আটক করে। পরে তাদের বরিশালে নিয়ে এসে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেনের আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেন।
নৌ পুলিশের জাটকা নিধন বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসআই রেজাউল করিম।’