০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::ভোলায় ১০০ পিচ ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে ভোলা জেলা।গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান পুলিশ সুপার,ভোলা মহোদয়ের নির্দেশে এসআই/ শান্তনু দেবনাথ সংগীয় ফোর্স ,জেলা গোয়েন্দা শাখা,ভোলা ইং- ০০৯/১১/১৯ খ্রি :রাএ ২২:১৫ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন উওর দিঘলদি ০৭নং ওয়ার্ডে ঘুর্নিঝর বুলবুল এর মধ্যে অভিযান করিয়া আসামী ১। মো: জিলন (৩৩) পিতা-: মৃত আজিদ আলী সরদার সাং জয়গুপী ০৭ নং ওয়ার্ড ২। মো: মামুন (৩৮), পিতা- মৃত আ: করিম সাং উওর দিঘলদি ০৪নং ওয়ার্ড,থানা- ও জেলা-ভোলা দ্বয়কে ১০০( একশত) পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। মাদক আইনে মামলা রুজু হয়েছে ।