২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকার তুরাগে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় সঞ্জু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সঞ্জুর বাড়ি নেত্রকোনা জেলায় হলেও পরিবার নিয়ে তিনি তুরাগ চন্দাল ভোগ এলাকায় থাকতেন।
এদিকে, রাজধানীর মিরপুর-১০ বিআরটিএ অফিসের পাশের রাস্তায় ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।রোববার (১০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার শাহিনুর আমির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সেক্টর-১৫, কবরস্থান রোড এলাকায় রাস্তা হওয়ার সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি সঞ্জুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।