০৭ নভেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালী প্রতিনিধি :: উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তাল সমুদ্র থেকে ফেরার পথে অন্তত ১৮ জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার বঙ্গোপসাগরে পটুয়াখালীর মাছ ধরার ট্রলারে থাকা অন্তত ১৮ জেলে নিখোঁজ হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে। তাদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ জেলেদের পরিচয় জানা যায়নি।
এদিকে চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।