নিউজ ডেস্ক::বরিশাল মেট্রেপালিট পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা সবকিছুতেই কতৃত্ব দেখিয়ে থাকি। মূলত পুরুষ শাসিত যে চিন্তা চেতনা সেটাই আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখে। শাহাবুদ্দিন খান বলেন, পুরষ শাসিত আচরণ থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের আটকে যেতে হবে। আর বেড়িয়ে আসতে পারলেই আমরা আগামী লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো।
বৃহস্পতিবার বরিশাল পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) রুনা লায়লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডেন্ট (পিটিসি) মহড়া শামীমা বেগম, অতিরিক্ত ডিআইজি মোঃ এহসান উল্লাহ, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার ফরিদা ইয়াসমিন, ঝালকাঠির পুলিশ সুপার ঝালকাঠি ফাতিহা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-৮-এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.