নওগাঁয় চারটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের অভিযানে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান এবং জেলা পুলিশের এএসআই মাহবুবুর রহমান বর্ষাইল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমানের বাড়ির পাশে তল্লালি চালান। এ সময় একটি ৩৮ কেজি, একটি ৩৫ কেজি, একটি ১৪ কেজি ৮৫০ গ্রাম এবং একটি ১৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। চারটি মূর্তির সর্বমোট ওজন ১০০ কেজি ৮৫০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার টাকা।
লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম বলেন, মূর্তিগুলো দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে একত্রিত করা হয়েছিল। অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিগুলো রেখে পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.