বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জেডিসি পরীক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে বখাটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বখাটেকে পুলিশ গ্রেফতার করেছে। শিক্ষার্থীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মেয়ে ও মাদ্রাসার ছাত্রী। গৈলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে চলতি জেডিসি পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়ার পথে জেডিসি পরীক্ষার্থীকে যৌনপীড়ন করে আসছিল গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের সহিদ হাওলাদারের বখাটে ছেলে আরমান হাওলাদার মেহেদী। মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পরীক্ষা কেন্দ্রের সামনের ইটের সলিং রাস্তা বসে অশ্লীন কথাবার্তা বলেন আরমান হাওলাদার মেহেদী। বখাটে মেহেদীকে অশ্লীন কথাবার্তা বলতে নিষেধ করলে সে পরীক্ষার্থীর পরিহিত হিজাব ও তাহার হাত ধরে টানা হেচড়া করে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন ঘটনায়। পরীক্ষার্থী ডাক-চিৎকার দিলে বখাটে মেহেদী ওখান থেকে গিয়ে একটু দুরে বসেথাকে এ ঘটনায় ওই পরীক্ষার্থীর মাতা বাদী হয়ে বুধবার সকালে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী)২০০৩ এর ১০ ধারায় তার মেয়েকে জোর পূর্বক যৌনপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন, যার নং ৩(৬-১১-২০১৯)। মামলার পর এসআই তৈয়বুর রহমান বখাটে আরমান হাওলাদার মেহেদীকে পরীক্ষা কেন্দ্রের সামনের ইটের সলিং রাস্তা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে আজ বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.