১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক
পিরোজপুরের কাউখালী উপজেলার বাল্য বিয়ে করার দায়ে বর আব্দুল হালিম (২২) নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড ও কনের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এই সাজা প্রদান করেন।
পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামের হানিফ মীরের ১৬ বছর বয়সের কন্যার সাথে নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে আঃ হালিমের বিয়ের আয়োজন করা হয়। এই সময়ে গোপন সংবাদ ভিক্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হক পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়ে বাল্য বিয়ে ভেঙ্গে দিয়ে বর ও কনের পিতাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। এই সময়ে বর আঃ হালিমকে ৩ মাসের কারাদন্ড ও কনের পিতা হানিফ মীরকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।