১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ তহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার::-
খুলনা-যশোর সড়ক নির্মাণ নিয়ে একনেক সভায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের কাজটি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের ১৯তম একনেক সভার সভাপতিত্ব করার সময় এই নির্দেশ দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন খুলনা-যশোর সড়কটা তার কাছে খুবই বিরক্তিকর একটা সড়ক। দীর্ঘদিন ধরে এই সড়কের কাজ ফেলে রাখা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী বললেন যে ওবায়দুল কাদেরসহ এটার সঙ্গে যারা যারা আছেন সবাই এটার কাজ তাড়াতাড়ি শেষ করেন। মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে পরিকল্পনামন্ত্রী এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে বলেন এটা আমার জানার বাইরে ছিল। আমি জেনে গেলাম। আমি খোঁজ নেব এছাড়া যত্রতত্র ব্রিজ না করা এবং নতুন সড়কের চেয়ে মেরামতের দিকে জোর দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে উন্নয়ন কাজে যেন সকলে অংশ নিতে পারে সেজন্য নতুন ঠিকাদারদের কাজের সুযোগ করে দেওয়ার কথাও বলেন তিনি।