নিউজ ডেস্ক
বিয়ের ১২ ঘণ্টার মধ্যেই মো. নুরনবী (২৬) হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নুরনবী ছিলেন চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ডের মো. জাফরের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাত ১১টায় নূরনবী আসলামপুর গ্রামের ৮নং ওয়ার্ডের জনৈক কন্যার সঙ্গে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হন ।
সোমবার বাদ আছর সামাজিক রীতিনীতি মোতাবেক গায়ে হলুদের তারিখ নির্ধারণ করা হয় বর-কনের পরিবারের সম্মতিক্রমে।
বিবাহের ১২ ঘণ্টার ব্যবধানে সোমবার বেলা ১১টায় হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন নূরনবী। তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার টিএইচও সিরাজ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, হৃদক্রিয়া বন্ধ তার মৃত্যু হয়েছে।
ওই দিন বাদ আসর নিজ বাড়ির পাশে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.