০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক:::বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার মাদক বিক্রেতা বাপ্পির সহযোগী হারিচ কাড়াল ও শহিদুল ইসলামকে আজ মঙ্গলবার দুপরে রুপাতলীর দূগাবাড়ি পোল এলাকা থেকে ২০ পিচ ইয়াবাসহ আটক করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বাপ্পির সহযোগী হারিচকে ইয়াবাসহ আটক করেন নগর শাখার ডিবির এসআই সুজিত কুমার। আটকৃত হারিচ রুপাতলী শের-ই-বাংলা সড়কের মৃত: মজিদ কাড়ালের ছেলে এবং তার সাথে থাকা শহিদুল ইসলাম রূপাতলী এলাকার আনিচুর রহমান’র ছেলে। র্দীঘ দিন ধরে এলাকায় বাপ্পির সহযোগীতায় মাদক বিক্রি করে আসছিলেন।
এ ব্যাপারে বরিশাল মেট্টোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা শাখা) নরেশ কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হারিচসহ আরেকজনকে ২০ পিচ ইয়াবাসহ আটক করে কোতয়ালী মডেল থানায় হস্তন্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কোতোয়ালি মডেল থানার মামলা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭।