তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃঃ
তেঁতুলিয়ায় অবৈধ আগ্নে অস্ত্রের গুলি, ইয়াবা বহনকালে এক ইউ’পি সদস্য সহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ২নং তিরনইহাট ইউ’পি সদস্যের নাম হাফিজ উদ্দিন। সে হাকিমপুর গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে এবং তার সহযোগী সুরুজ্জামান একই গ্রামের নবী হোসেনের ছেলে।
জানা যায় গত রবিবার বিকাল অনুমান ৫.১০ ঘটিকায় তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কের ডাকবাংলো মোড়ে এসআই মাসুদ ও এএসআই মসলিম এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল সদ্য প্রণোদিত জাতীয় সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে বিশেষ সচেতনতা ক্যাম্পেইন চলাকালে মোটরসাইকেল আরোহী ওই দু’ব্যক্তিকে থামান। এসময় পুলিশ তাদের দেহ তল্লাসীকালে ২নং তিরনইহাট ইউ’পি সদস্য মোঃ হাফিজ উদ্দিনের দেহে থেকে ১নং শার্টার গানের এক রাউন্ডগুলি ও একটি ধারালো চাকু এবং তার সহযোগীর সুরুজ্জামানের দেহে ৮পিস ইয়াবা পেয়ে পুলিশ উভয়কে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত নাম্বারবিহীন হাং মোটরসাইকেলটিও জব্দ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউ’পি সদস্য হাফিজ উদ্দিন ও তার সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য আইনে দু’টি মামলা দায়ের করেন।
এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান- সদ্য প্রণোদিত জাতীয় সড়ক নিরাপত্ত আইন/১৯ এর বিশেষ সচেতনতা ক্যাম্পেই চলাকালে মোটরসাইকেল আরোহী ওই দু’ব্যক্তিকে পুলিশের সন্দেহ হলে দেহ তল্লাসী করে তাদের কাছে আগ্নে অস্ত্রের গুলি ও দেশিয় ধারালো অস্ত্র এবং ইয়াবা পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.