০৯ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক
বরিশালে কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯৮০পিস ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়েছে।
আজ রাত সাড়ে ১০টায় নগরীর ধান গবেষনা রোডস্থ সাবেক আইয়ূব খানের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল আহমেদ, এসআই আরাফাত হাসান, এএসআই সুজন চন্দ্র, এএসআই কামরুল।
আটককৃতরা হলেন- পারভিন, খায়রুল আলী ও সাঈদ। উভয়ে ২৪নং ওয়ার্ডের বাসিন্দা ।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জনান তিনি।