১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
জলিলুর রহমান এর স্টাফ রিপোর্টার
বরগুনা পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মান্নানের ছেলে মো. দেলোয়ার হোসেন (৬৫), দেলোয়ারের ভাই আমজাদের ছেলে মো. রাসেল (১৪) ও আমজাদের স্ত্রী মোসা. হামিদা বেগম (৩৫)। এরা সবাই কাকচিড়া ইউনিয়নের খাসতব গ্রামের বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার জানান, আমাদের কোন তথ্য না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভার বিহীন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।