১১ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন, ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আগামী সপ্তাহ থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হবে। তার আগে পজ মেশিন সফটওয়্যার আপডেটের কাজ শেষ না হলে পুরনো স্লিপ পদ্ধতিতে দেয়া হবে মামলা।
সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনার শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, নতুন আইন বিষয়ে ৮০০ ট্রাফিক সার্জেন্ট ও ইন্সপেক্টরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
চলতি সপ্তাহে নতুন আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো হবে। সাজা ও জরিমানার জন্য হলেও সাধারণ মানুষের মাঝে আইন মানার প্রবণতা তৈরি হবে বলে মনে করছেন শফিকুল ইসলাম। আশা করেন আইনটি কর্যকর হলে হলে সড়কে শৃঙ্খলার উন্নতি হবে। Sutro independent 24.com