মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্ষন চেষ্টার অভিযোগে ২যুবককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছ লক্ষ্মীছড়ি থানায়। আটক মো: মোস্তফা(২৮) ও আ: কুদ্দুস(৩০)কে খাগড়াছড়ি আদালতে পাঠায় পুলিশ। চক্রই মারমা এ মামলার বাদী বলে পুলিশ জানায়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, লক্ষ্মীছড়ি বাজার থেকে একজন উপজাতীয় কিশোরী নিখোঁজের খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। মানিকছড়ি মহামুনি তালতলা এলাকা থেকে (মানষিক প্রতিবন্ধী) ওই কিশোরীকে উদ্ধার করা হয় শনিবার রাতে। মেয়ের ভাষ্যমতে এবং স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে মো: মোস্তফা (২৮) ও আ: কুদ্দুস(৩০)কে আটক করা হয়। ধর্ষনের কোনো লক্ষ বা আলামত পাওয়া না গেলেও স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযোগের আলোকে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান লক্ষ্মীছড়ি থানার ওসি।
উল্লেখ্য মরনছড়ি এলাকার(ছদ্দ নাম-আমংসি মারমা) শনিবার দুপুরে বাড়ি থেকে চলে আসে লক্ষ্মীছড়ি বাজারে। বাসটার্মিনাল থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মানিকছড়ি মহামুনি তালতলা আত্মীয়র বাড়িতে যায়। পথিমধ্যে চালক মো: মোস্তফা মোটরসাইকেল আরোহী কিশোরীকে ধর্ষন করার চেষ্টা করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে অপর মোটরসাইকেল চালক আ: কুদ্দুস মো: মোস্তফার মোটরসাইকেল আনতে গিয়ে সন্দেহের জালে জড়ায়। ওই কিশোরী কিছুটা মানুষিক প্রতিবন্ধী বলে স্বজনরা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.