নিউস ডেস্ক
ভোলার মনপুরায় গৃহবধূকে গণধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামী নজরুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নজরুলকে হাজির করা হলে মনপুরা থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড শুনাণী শেষে আসামীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে থানা হেজাজতে প্রেরন করেন।
গত ২৬ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২ টায় চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাট থেকে ভাড়ায় চালিত স্পীডবোট যোগে ওই গৃহবধূকে মনপুরায় নিয়ে আসার কথা বলে পথিমধ্যে নির্জন চরপিয়ালে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে চরের মহিষের বাতানীয়ারা ঘটনাটি দেখে ইউপি চেয়ারম্যানকে জানালে সন্ধ্যা সাড়ে ৭ টায় চরপিয়াল থেকে ওই গৃহবধূকে স্পীডবোটযোগে উদ্ধার করে মনপুরায় নিয়ে আসা হয়। এব্যাপারে মনপুরা থানায় ৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
মামলার অন্যতম আসামী দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূকে গণধর্ষনে অভিযুক্ত বাকী ৫ আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। পলাতক আসামীরা হলেন, বেলাল পাটোয়ারী (৩৫), মোঃ রাসেদ পালোয়ান ( ২৫), শাহীন খান (২২), কিরন (২৬), রিয়াজ(২২) । এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.