১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশাল অফিস, বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা ও নগর আওয়ামী লীগ পৃথক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (৩ নভেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
রোববার সকাল ৯টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যলয় সংলগ্ন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরপর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের নেতৃৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ও প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি ১ মিনিটের নিরবতা পালন করা হয়।
এদিকে জেল হত্যা দিবস আলোচনা সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট এ. কে.এম জাহাঙ্গীরসহ অন্যান্যরা।