১৫ Jul ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালে পৃথক দুটি ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ঘটনা ঘটেছে। গৌরনদীতে বিদ্যুতায়িত নাজমুল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত নাজমুল হোসেন গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার বাসিন্দা ও গ্রাম পুলিশের সদস্য সরোয়ার আলমে ছেলে। শনিবার (০২ নভেম্বর) দিবাগত রাতে ধানক্ষেতে ইঁদুর তাড়ানো বিদ্যুতের তারে জরিয়ে গুরুত্বর আহত হয় সে। পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার। অপরদিকে বরিশালের হিজলায় বিদ্যুতায়িত হয়ে সিদ্দিকুর রহমান খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে বাসিন্দা আলী বক্স খানের ছেলে এবং গাছ কেনা-বেঁচার কাজ করে জীবিকা নির্বাহ করতো। হিজলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আমীনুল ইসলাম জানান, শনিবার (০২ নভেম্বর) বিকেলে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে গাছ কাটার কাজ করছিলো নিহত সিদ্দিকসহ শ্রমিকরা। এসময় পাশে থাকা বিদ্যুতের তারে গাছের কাটা অংশ লেগে বিদ্যুতায়িত হয়ে সিদ্দিক মারা যায়। যা দেখে তার সাথে থাকা আরো ২ শ্রমিক অসুস্থ হয়।