১৫ Jul ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
বরগুনা সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারি মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে এক মাদ্রাসার ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি বরগুনা জেনারেল হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক সিদ্ধার্থ বড়াল নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
জানা যায়, প্রতিদিনের মতো আজও সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারি থেকে পাউরুটি আনা হয়। সেই রুটি যে শিক্ষার্থী খেয়েছে তারাই অসুস্থ হয়েছে। মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র জুবায়ের, নাজমুল, সিফাত, মোস্তাফিজুর, তরিকুল, সোহেল জানায়, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটে ব্যাথা শুরু হয়। এরপর শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।