১২ Jul ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ে ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় কল্পনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে বাড়ির পাশে ধানক্ষেত থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। কল্পনা ওই গ্রামের মনিরের স্ত্রী। ঘটনার পর থেকেই নিহতের স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
জানা যায়, সকালে ধানক্ষেতে কয়েকজন ওই গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের যেরে কিছুদিন আগে কল্পনা মারেয়া ইউনিয়নের কালুয়াখাল এলাকায় বাবা আব্দুল করিমের বাড়ি চলে যায়। এর পর গত ৬দিন আগে দু’ই পরিবারের সমঝোতার মাধ্যমে কল্পপনাকে বাড়িতে নিয়ে আসে মনির ও তার পরিবার।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহম্মদ গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।