১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেক্স
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে বকুল হায়দার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সোয়া ৮টার দিকে পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রিজ এলাকার উত্তরপাশে এ ঘটনা ঘটে।
নিহত বকুল হায়দার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিউয়ন পরিষদের সদস্য এবং
দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বকুলের বাড়ির সামনে তাকে গুলি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেননা তার পেছন দিক থেকে গুলি চালানো হয়েছে। তাছাড়া, লাশের ডান পাশের কানে নিচে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মর্গে লাশটি মর্গে রাখা হয়েছে।