নিউজ ডেক্স
বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কনের বাবা ও ভাইকে আটক করে পৃথক মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার সকালে দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাটি বরিশালের বানারীপাড়া উপজেলা সদরের উত্তরপাড়া বাজার সংলগ্ন এলাকার।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, ওই এলাকার বাসিন্দা জামাল সরদারের কিশোরী কন্যা জাকি খানমের (১৫) শুক্রবার বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ওইদিন দুপুরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ের সকল আয়োজন পন্ড করে দেয়া হয়। এসময় কনের বাবা জামাল সরদার ও তার ভাই রহিম সরদারকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জামালকে এক মাস এবং তার পুত্র রহিমকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করা হয়।
বানারীপাড়া উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুলাহ সাদীদ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.