০৭ নভেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ মর্যাদায় পালনে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
২ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,অফিসার ইনচার্জসহ প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি’র উপস্থিতিতে অনুষ্টিত হয় সমবায় র্যালি। র্যালি শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা মো. আইয়ুবুর রহমান এর স্বাগত বক্তব্যে উপজেলঅ পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, অফিসার ইনচার্জ আমির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আইয়ুব আলী আনছারী, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, প্রমূখ।